National News

কুলগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ২ জঙ্গি

কুলগাঁও জেলা পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘‘তল্লাশির সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। নিরাপত্তাবাহিনী তার জবাব দিতে শুরু করলে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। তাতে দুই জঙ্গির মৃত্যু হয়। দু’জনেরই দেহ রয়েছে নিরাপত্তাবাহিনীর হেফাজতে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২২ মে ২০১৯ ১৫:২৮
Share:

ফাইল ছবি।

জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সকালে। পুলিশ জানাচ্ছে, কুলগাঁওয়ের গোয়ালপাড়া এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী এ দিন ভোরে এলাকাটি ঘিরে ফেলে। শুরু করে তল্লাশি।

Advertisement

কুলগাঁও জেলা পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘‘তল্লাশির সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। নিরাপত্তাবাহিনী তার জবাব দিতে শুরু করলে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। তাতে দুই জঙ্গির মৃত্যু হয়। দু’জনেরই দেহ রয়েছে নিরাপত্তাবাহিনীর হেফাজতে।’’

পুলিশের ওই মুখপাত্রটি জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। জানা সম্ভব হয়নি তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন- ৭ দিন গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি অর্জুন সিংহর​

আরও পড়ুন- ‘৩৭০ ও ৩৫এ নিয়ে বদল চায় কাশ্মীর’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement