Encounter in Jammu and Kashmir

জম্মু-কাশ্মীরের বদগাঁওয়ের পর খানিয়ার, সেনাদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের, দু’পক্ষের সংঘর্ষ জারি

বদগাঁওয়ের ঘটনার পর গোপন সূত্রে সেনা খবর পায় খানিয়ারে একদল জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে তল্লাশি অভিযানে যান সেনা এবং পুলিশের যৌথবাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১১:৪৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বদগাঁওয়ের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে জম্মু-কাশ্মীরের আরও একটি এলাকায় সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। শুক্রবার বদগাঁওয়ে ভিন্‌রাজ্যের দুই শ্রমিককে গুলি করে করে জঙ্গিরা। সেই ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনার বেশ কয়েকটি দল। শনিবার সকালে খানিয়ার এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।

Advertisement

পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। বদগাঁওয়ের ঘটনার পর গোপন সূত্রে সেনা খবর পায় খানিয়ারে একদল জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে তল্লাশি অভিযানে যান সেনা এবং পুলিশের যৌথবাহিনী। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। তবে এখও পর্যন্ত এই সংঘর্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার বিকেলে আচমকাই একদল জঙ্গি হামলা চালায় বদগাঁওয়ে। তাদের লক্ষ্য ছিল পরিযায়ী শ্রমিক। দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করার চেষ্টা করে। যদিও দু’জনেই গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেনা সূত্রে খবর, জঙ্গিরা হামলা চালিয়েই জঙ্গলে আশ্রয় নিয়েছে।

Advertisement

গত ২০ অক্টোবর গান্ডেরবাল জেলার সোনমার্গে জঙ্গি হানায় মৃত্যু হয় অন্তত সাত জনের। নিহতদের মধ্যে ছিলেন ছ’জন শ্রমিক এবং এক চিকিৎসক। হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে এক জঙ্গিগোষ্ঠী। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা থেকে এই সংগঠনের জন্ম। কাশ্মীর উপত্যকায় এর আগেও একাধিক নাশকতামূলক কাজে নাম জড়িয়েছিল টিআরএফের। শুক্রবার বদগাঁও এবং শনিবার খানিয়ারে হামলার ঘটনায় টিআরএফের কোনও হাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement