Spice Jet Flight Emergency Landing

মাঝ আকাশে চাকা ফেটে বিপত্তি! জরুরি ভিত্তিতে অবতরণ চেন্নাইগামী স্পাইসজেটের বিমানের

বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের বিমানের পাইলটের কাছে থেকে জরুরি বার্তা পেয়েই সেটিকে জরুরি অবতরণের ব্যবস্থা করানো হয়। রবিবার সকাল পৌনে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৯:৫৬
Share:

জরুরি ভিত্তিতে অবতরণ স্পাইসজেটের। প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজস্থানের জয়পুর থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ে যাচ্ছিল স্পাইসজেটের যাত্রিবাহী বিমান। রানওয়ে ছেড়ে বিমান যখন মাঝ আকাশে হঠাৎই চাকা ফেটে যায়। বিপদ আঁচ করেই পাইলট যোগাযোগ করেন চেন্নাই বিমানবন্দরের সঙ্গে। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের বিমানের পাইলটের কাছে থেকে জরুরি বার্তা পেয়েই সেটিকে জরুরি অবতরণের ব্যবস্থা করানো হয়। রবিবার সকাল পৌনে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বিমানটিকে নিরাপদে অবতরণ করিয়েছেন পাইলট। সব যাত্রী সুরক্ষিত আছেন বলেই বিমানবন্দর সূত্রে খবর।

সূত্রের খবর, রবিবার সকালে জয়পুর থেকে বিমানটি নির্ধারিত সময়েই রওনা দেয়। কিন্তু মাঝ আকাশে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয় বলে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল। তাই জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। যোগাযোগ করেন চেন্নাই বিমানবন্দরের সঙ্গে। তার পরই বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দর সূত্রে খবর, বিমানের একটি চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement