রেললাইনের মাঝে ওভারহেড তারের খুঁটি। ছবি সৌজন্য টুইটার।
রেললাইনের মাঝে বিদ্যুতের খুঁটি? এমন দৃশ্য আগে কখনও দেখেছেন? এ বার সেই দৃশ্যই ধরা পড়ল মধ্যপ্রদেশের সাগর জেলায়।
এক সাংবাদিক তাঁর টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। টুইটে তিনি লেখেন, ‘রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি পোঁতার ঘটনা অনেক বার দেখা গিয়েছে। কিন্তু রেললাইনের মাঝে এই প্রথম দেখা গেল বিদ্যুতের খুঁটি।’
সাংবাদিক দাবি করেছেন, ঘটনাটি সাগর জেলার ইসরবার স্টেশনের। বিনা-সাগর-কাটনি রেলশাখায় তৃতীয় লাইন বসানোর কাজ চলছে। ওভারহেড তার বসানোরও কাজ চলছে একই সঙ্গে। সেই ওভারহেড তারের জন্য একটি বিদ্যুতের খুঁটি ইসরবার এবং নারায়াভালি স্টেশনের মাঝে রেললাইনে বসানো হয়েছে।
এই ভিডিয়োর মাধ্যমে ঠিকাদারের কাজের নমুনা তুলে ধরতে চেয়েছেন সাংবাদিক।