কলেজের স্ট্যাটাস রিপোর্ট চাইলেন শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শিক্ষামন্ত্রীর অপিস থেকে করিমগঞ্জের জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়, করিমগঞ্জের নিরালাতে যে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির কাজ চলছে, তার অগ্রগতি কী রকম? শিক্ষামন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবরই নিরালায় যান জেলাশাসক। ইঞ্জিনিয়ারিং কলেজ ভবন, সেখানকার জল ও আলোর ব্যবস্থা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ২০১১ সালে কলেজটির শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সে সময় শিক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন হিমন্তবিশ্ব শর্মা। বিজেপি সরকারেও হিমন্ত শিক্ষা বিভাগের দায়িত্বে রয়েছেন। তাই কংগ্রেস আমলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী। মনে করা হচ্ছে, দু’মাসের মধ্যেই ইঞ্জিনিয়ারিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হবে।