Delhi High Court

আবগারি দুর্নীতি: ইডি চায় আপকে যুক্ত করতে

আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ আপের শীর্ষ নেতৃত্বের অনেককেই জড়িয়েছে ইডি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ০৯:২৫
Share:
delhi HC

দিল্লি হাই কোর্ট। —ফাইল চিত্র।

দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলায় আম আদমি পার্টিকেও (আপ) অভিযুক্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। দিল্লি হাই কোর্টে আজ ইডির তরফে এ কথা জানানো হয়েছে। সে ক্ষেত্রে আপই হবে দেশের প্রথম রাজনৈতিক দল, দুর্নীতির মামলায় যাকে অভিযুক্ত হিসেবে দেখানো হবে।

আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ আপের শীর্ষ নেতৃত্বের অনেককেই জড়িয়েছে ইডি। এ বার দুর্নীতির টাকা দলের কাজে খরচ করার অভিযোগ এনে সেই বৃত্তে আপকেও নিয়ে আসতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। দিল্লি হাই কোর্টে মণীশ সিসৌদিয়ার জামিনের মামলার শুনানি চলাকালীন আজ ইডির তরফে জানানো হয়েছে, এই মামলায় একটি অতিরিক্ত চার্জশিট জুড়ে দিয়ে আপকে দুর্নীতিতে অভিযুক্ত করা হবে। ভোটের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট কেজরীওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পর ইডির তরফে এমন পদক্ষেপ করার কথা জানানো হল।

তবে গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টে শুনানির সময় আপকে অভিযুক্ত করার বিষয়টি সামনে এসেছিল। সেই সময় বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি এস ভি ভাট্টির বেঞ্চ ইডিকে বলেছিল, ‘‘কালো টাকা লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ) অনুযায়ী আপনারা যে ভাবে মামলাটি সামনে এনেছেন, তাতে বলা হচ্ছে, দুর্নীতির টাকা একটি রাজনৈতিক দলের কাছে পৌঁছেছে। তবে সেই দলকে এখনও অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। আপনারা এর জবাব দেবেন কী ভাবে? আপনাদের মতে, আর্থিক কেলেঙ্কারির ফলে রাজনৈতিক দল লাভবান হয়েছে।’’ পরের দিনই অবশ্য শীর্ষ আদালত জানিয়ে দেয়, তারা যে প্রশ্ন তুলেছে, তা কোনও রাজনৈতিক দলকে অভিযুক্ত করার জন্য নয়। নেহাতই আইনি প্রশ্ন ছিল সেটা। তবে তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, আবগারি কেলেঙ্কারির মামলায় রাজনৈতিক দলকে একটি কোম্পানির মতো করেই দেখা হচ্ছে। আর আপের সিইও মনে করা হচ্ছে অরবিন্দ কেজরীওয়ালকে। সেই অঙ্কেই এবার আপকে আবগারি কেলেঙ্কারির মামলার বৃত্তে নিয়ে আসতে চাইছে ইডি।

তদন্তকারী সংস্থার তরফে আপকে অভিযুক্ত করার উদ্যোগ সামনে আসতেই বিজেপি মুখপাত্র তুহিন সিনহা দাবি করেছেন, ২০২২ সালে গোয়ায় ভোটের প্রচারে আবগারি কেলেঙ্কারির টাকা খরচ করেছে আপ। আপ অবশ্য শুরু থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেছে তারা। এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি মুখপাত্র বলেন, ‘‘আপের অনেক ভাল আইনজীবী রয়েছে। তাঁরা ওদের জন্য লড়তেই পারেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন