রবিবার সকালে কম্পন অনুভূত হয়েছে দিল্লি এবং আশপাশের এলাকাতেও। ছবি: প্রতীকী
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু এবং কাশ্মীর। রবিবার সকালে কম্পন অনুভূত হয়েছে দিল্লি এবং আশপাশের এলাকাতেও। জম্মু ও কাশ্মীরে কম্পনের মাত্রা ছিল রিখটর স্কেলে ৪.৯। যদিও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভূকম্পবিদেরা জানিয়েছেন, সকাল ১১টা ২৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল সেই কম্পন। জানা গিয়েছে, পঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশও কেঁপেছে। চণ্ডীগড়ে কম্পন অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার সকালে আফগানিস্তানের ফৈজাবাদে কম্পনের মাত্রা ছিল রিখটর স্কেলে ৫.২। ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ২২০ কিলোমিটার গভীরে।