Tremor in Assam

ভূমিকম্পে কাঁপল গুয়াহাটি, কম্পন অসমের অন্যত্রও, রিখটার স্কেলে তীব্রতা ৩.৭

সোমবার বিকেল ৪টে ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কামরূপ জেলা।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৮:৪২
Share:

সোমবার বিকেলে কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটিতে। প্রতীকী ছবি।

ভূমিকম্পে কাঁপল অসম। সোমবার বিকেলে কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটি এবং বিভিন্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর নেই।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কামরূপ জেলা।

Advertisement

বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়েছে। চলতি মাসের শুরুতে কম্পন অনুভূত হয়েছিল নিকোবর দ্বীপে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৩। এর আগে, ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৭। গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। গত ২২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪। এর অভিঘাত অনুভূত হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement