কাশ্মীরে বাড়ছে মাদকে আসক্তি, দাবি রিপোর্টে

ওই চিকিৎসকেরা জানিয়েছেন, ২০১৮ সালে গাঁজা, হেরোইন-সহ বিভিন্ন মাদকে আসক্তির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪০ হাজার রোগী।

Advertisement

সাবির ইবন ইউসুফ

শ্রীনগর শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৯ ০২:৫৭
Share:

প্রতীকী ছবি।

মোটের উপরে রক্ষণশীল হিসেবে পরিচিত কাশ্মীরি সমাজে দ্রুত বাড়ছে মাদকাসক্তের হার। অন্তত শ্রীনগরের মহারাজা হরি সিংহ হাসপাতালের এক দল চিকিৎসকের গবেষণার তেমনই তথ্য উঠে এসেছে।

Advertisement

ওই চিকিৎসকেরা জানিয়েছেন, ২০১৮ সালে গাঁজা, হেরোইন-সহ বিভিন্ন মাদকে আসক্তির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪০ হাজার রোগী। তাঁদের মধ্যে ৮৮ শতাংশ পুরুষ। ১২ শতাংশ মহিলা। ওই চিকিৎসকদের রিপোর্টে ২০১৪ সাল থেকে যে সব মাদকাসক্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে ২২,৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৫ সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৫,৮২৩ জনে। ২০১৬ সালে তা বেড়ে হয় ৩৩,৪৪৭ জন। ২০১৭-এ সংখ্যার বিশেষ পরিবর্তন হয়নি। ২০১৮ সালে সংখ্যা ফের বেড়ে হয় ৪৬,৬২৯ জন। ২০১৯ সালে এখনও পর্যন্ত

১২,৬১৫ জন ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, গত আট বছর ধরে উপত্যকায় মাদক ও মদে আসক্তের সংখ্যা বেড়েছে।

Advertisement

মাদকাসক্তের সংখ্যার তালিকার শীর্ষে রয়েছে শ্রীনগর। তার পরে রয়েছে অনন্তনাগ, পুলওয়ামা, বদগাম, বারামুলা, বান্দিপোরার মতো জেলা। ওই সংখ্যা সবচেয়ে কম কুলগামে।

শ্রীনগর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে মানসিক চিকিৎসা বিভাগের প্রধান আরশাদের মতে, ‘‘গত ৩০ বছর ধরে চলা অশান্তির ফলে উপত্যকার প্রায় সব পরিবার কোনও বা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগ নেই। সন্ত্রাস আর পাল্টা অভিযানের আবহে কার্যত বন্দির জীবনযাপন করছেন কাশ্মীরবাসী। মাদকাসক্তের সংখ্যা বাড়ার পিছনে এটা বড় কারণ।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement