Delhi High Court

গর্ভপাতে নাবালিকার পরিচয় প্রকাশ নয়: কোর্ট

পকসো আইন অনুযায়ী, নাবালক-নাবালিকার বিরুদ্ধে যৌন অপরাধের রিপোর্ট পুলিশ বা নাবালকদের জন্য তৈরি বিশেষ ইউনিটকে জানান চিকিৎসকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ০৭:০৫
Share:

দিল্লি হাই কোর্ট। ফাইল চিত্র।

নাবালিকার গর্ভপাতের ক্ষেত্রে পুলিশকে দেওয়া ডাক্তারি রিপোর্টে তার পরিচয় জানানোর প্রয়োজন নেই বলে রায় দিল দিল্লি হাই কোর্ট। নথিবদ্ধ চিকিৎসকদের রিপোর্টে নাবালিকা বা তার পরিচয় জানানোর প্রয়োজন নেই, এই মর্মে নির্দেশিকা জারি করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Advertisement

পকসো আইন অনুযায়ী, নাবালক-নাবালিকার বিরুদ্ধে যৌন অপরাধের রিপোর্ট পুলিশ বা নাবালকদের জন্য তৈরি বিশেষ ইউনিটকে জানান চিকিৎসকেরা। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে নাবালক-নাবালিকাদের মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কের কথা পুলিশকে জানানো থেকে রেহাই দেওয়া হয়েছে নথিবদ্ধ চিকিৎসকদের।

আজ দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা সিংহ রায়ে জানান, এখন নাবালিকার পরিচয় না জানিয়ে ও পুলিশকে রিপোর্ট না দিয়ে গর্ভপাত করতে চান না নথিবদ্ধ চিকিৎসকেরা। কিন্তু সে ক্ষেত্রে নাবালিকা ও তার পরিজনের পরিচয় প্রকাশ এড়াতে নথিবদ্ধ নয় এমন চিকিৎসকের কাছে যেতে পারেন। আদালতের দ্বারস্থও হতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement