মেলানিয়ার পোশাক নিয়েও নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু’দিনের ভারত সফরে তাঁর সফরসঙ্গী স্ত্রী মেলানিয়া এবং কন্যা ইভাঙ্কাও। আজ আমদাবাদে বিমান নামার পরেই সকলে যখন ট্রাম্পকে দেখতে উৎসুক, তার আগেই বিমান থেকে নেমে এলেন ইভাঙ্কা। প্রোয়েনজ়া স্কোলার ব্র্যান্ডের সাদার উপরে ফুলের নকশা করা লাল মিডিতে সকলের নজর কাড়লেন ইভাঙ্কা। তবে ‘পুরনো পোশাকে ইভাঙ্কা’ এই নিয়েও শুরু হয় চর্চা। ১ লক্ষ ৭১ হাজার টাকা দামের এই পোশাকটিতে আগেও দেখা গিয়েছে ইভাঙ্কাকে।
গত বছর সেপ্টেম্বরে আর্জেন্টিনায় একই পোশাক পরেছিলেন ট্রাম্প-কন্যা। আজ ইভাঙ্কার কানে ছিল পান্না ও মুক্তোর দুল। চোখে কাজল। ঠোটে হালকা ব্রাউন লিপস্টিক আর নুড মেক আপে দ্যুতি ছড়িয়েছেন ইভাঙ্কা।
আরও পড়ুন: হিন্দি টুইটে ফার্স্ট লেডি ‘প্রথম মহিলা!’
ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কাকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছেন ট্রাম্পের তৃতীয় স্ত্রী, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া। ফরাসি-আমেরিকান ডিজাইনার হার্ভ পিয়েরের তৈরি সাদা জাম্পসুটের উপরে গ্রিন মেটালিক গোল্ডের বেল্ট পরেছিলেন তিনি। পিয়ের জানিয়েছেন, এই বেল্টে গ্রিন মেটালিক গোল্ডের যে বর্ডার ব্যবহার করা হয়েছে, তা ভারতে বিংশ শতাব্দীর প্রথম দিকের সুতো দিয়ে বোনা।
ফরাসি ডিজাইনার হার্ভ পিয়েরর ইনস্টাগ্রামে শেয়ার করা মেলানিয়ার পোশাকের স্কেচ...
A post shared by Herve Pierre Creative Director (@herve_pierre_creative_director) o•
মেলানিয়ার পোশাক নিয়েও নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। অনেকের কটাক্ষ, ক্যারাটের বেশে মেলানিয়া। টুইটারে এক জনের প্রশ্ন, ভারতীয় পুরুষের থেকে আত্মরক্ষার জন্যই কি ক্যারাটের পোশাক পরেছেন তিনি। ২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফরেও ‘ক্যারাটে কস্টিউমে’ দেখা গিয়েছিল মেলানিয়াকে। তবে সেটি ছিল কালো রঙের, ইভাঙ্কার মতো মেলানিয়া অবশ্য একই পোশাক পরেননি।
ফ্যাশনদুরস্ত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
• নেভি ব্লু সুট
• নজরকাড়া হলুদ সিল্কের টাই
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
• দুধ সাদা জাম্পসুট
• কোমরে সবুজ সিল্কের চওড়া বেল্ট
• সাদা হাইহিল জুতো
প্রেসিডেন্ট-কন্যা ইভাঙ্কা ট্রাম্প
• হালকা নীল-রঙা মিডি ফ্রক, লাল ফুলের প্রিন্ট
• গলায় সেই কাপড়েরই বো
জামাই জ্যারেড কুশনার
• নীল রঙের সুট
• স্ট্রাইপড টাই
• রোদ চশমা