Narendra Modi

তাড়াহুড়ো করবেন না, টিকার জন্য অপেক্ষা করুন, রাজনীতিকদের মোদী

হরিয়ানা সরকার কেন্দ্রীয় সরকারকে একটি আবেদন পাঠিয়েছিল, সেখানে বলা হয়েছিল প্রথম ধাপের টিকাকরণে যেন সাংসদ ও বিধায়কদের নথিভুক্ত নাম করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২০:৩১
Share:

একাধিক রাজ্যের এই প্রস্তাবের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হল। ছবি: পিটিআই

করোনা টিকা দেওয়া শুরু হওয়ার মুখে মোদীর সতর্কবার্তা রাজনীতিকদের। সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘রাজনৈতিক নেতারা টিকা দেওয়া শুরু হওয়ার পরই ঝাঁপিয়ে পড়বেন না, সবার মতো আপনাদেরও অপেক্ষা করতে হবে।’’

Advertisement

হরিয়ানা সরকার কেন্দ্রীয় সরকারকে একটি আবেদন পাঠিয়েছিল, সেখানে বলা হয়েছিল প্রথম ধাপের টিকাকরণে যেন সাংসদ ও বিধায়কদের নথিভুক্ত নাম করা হয়। ২৪ নভেম্বর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদীর কাছে এই আবেদন করেন। সেই সময়ে প্রধানমন্ত্রী কোনও উত্তর দেননি। পরে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী একটি চিঠি লেখেন কেন্দ্রীয় সরকারকে। সেখানেও তিনি এই একই আবেদন করেন। তারপর ওড়িশা ও বিহারের প্রতিনিধিদের পক্ষ থেকেও এই একই আবেদন করা হয়।

একাধিক রাজ্যের এই প্রস্তাবের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী-সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। কিন্তু তার মধ্যে কখনই সাংসদ বিধায়কদের কথা বলেননি প্রধানমন্ত্রী। প্রথম ধাপের টিকাকরণের পরে দেওয়া হবে বয়স্কদের, তারপর কো-মর্বিডিটি রয়েছে যাঁদের, তাঁদের। প্রথম ধাপে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন: ২০০ টাকায় করোনা টিকা, প্রস্তুতকারী সংস্থাকে বরাত কেন্দ্রের

আরও পড়ুন: গণধর্ষণ করে লোহার রড ঢোকানো হল মহিলার যৌনাঙ্গে, এ বার মধ্যপ্রদেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement