doctor

অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন, অপারেশন থিয়েটারে আচমকাই মৃত্যু চিকিৎসকের

হাসপাতাল সূত্রে খবর, ওই চিকিৎসক অত্যধিক মদ্যপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও মদ্যপান করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৬:১৪
Share:

অস্ত্রোপচারের আগেই মৃত্যু চিকিৎসকের। প্রতীকী ছবি।

অস্ত্রোপচারের আগে অপারেশন থিয়েটারের মধ্যে আচমকাই মৃত্যু হল এক চিকিৎসকের। বুধবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিকমাগালুর জেলার একটি হাসপাতালে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, বুধবার বেশ কয়েকটি অস্ত্রোপচারের কথা ছিল চিকিৎসকের। তাই আগের দিন অপারেশন থিয়েটারের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন চিকিৎসক বালকৃষ্ণ। অস্ত্রোপচারের সময় ছিল দুপুর ২টোয়। সময় এগিয়ে এলেও চিকিৎসক না ওঠায় হাসপাতালেরই এক কর্মী চিকিৎসককে ডাকতে গিয়েছিলেন।

ওই কর্মীর দাবি, চিকিৎসককে ডেকে তোলা হয়। তার পর তিনি অস্ত্রোপচারের প্রস্তুতিও নেন। কিন্তু অপারেশন থিয়েটারের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান। দ্রুত তাঁকে তুলে পরীক্ষা করা হয়। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছিল চিকিৎসকের।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, ওই চিকিৎসক অত্যধিক মদ্যপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও মদ্যপান করেছিলেন। আগেও বেশ কয়েক বার তাঁকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এই ঘটনায় হাসপাতালে হুলস্থুল পড়ে যায়। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, বুধবার ৯ মহিলার বন্ধ্যাত্বের অস্ত্রোপচারের কথা ছিল চিকিৎসক বালকৃষ্ণের। সেই মতো রোগীদের সকাল ৮টায় অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ, অস্ত্রোপচার করার আগে মত্ত অবস্থায় অবস্থায় ছিলেন চিকিৎসক। তবে কী কারণে মৃত্যু হল চিকিৎসকের তা খতিয়ে দেখছে হাসপাতাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement