অভিযুক্ত ডাক্তার

পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ঘনশিমুলি গ্রামের বাসিন্দা এলিজা বেগমের পেটে ব্যথা হওয়ায় স্বামী আহেদ আলি তাঁকে নিয়ে দরং জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, চিকিৎসক রুমকি পাল তাঁদের জানান, গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। গর্ভপাত করতে হবে। রুমকি দেবী পেট থেকে বের করা শিশুর দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:০৪
Share:

পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ঘনশিমুলি গ্রামের বাসিন্দা এলিজা বেগমের পেটে ব্যথা হওয়ায় স্বামী আহেদ আলি তাঁকে নিয়ে দরং জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, চিকিৎসক রুমকি পাল তাঁদের জানান, গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। গর্ভপাত করতে হবে। রুমকি দেবী পেট থেকে বের করা শিশুর দেহ। প্লাস্টিকের ব্যাগে ভরে বাবার হাতে তা তুলে দেওয়া হয়। আহেদ দেখেন শিশুটি নড়ছে। অভিযোগ, তাঁর কথায় কর্ণপাত করেননি ওই চিকিৎসক। পুলিশ পৌঁছয়। ততক্ষণে চিকিৎসক পলাতক। জীবিত শিশু ও মাকে মঙ্গলদৈ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি মারা যায়। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাসে ধর্না ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement