Winter Session of Parliament

মোদী ও আদানি সেজে সংসদে হাজির কংগ্রেসের দুই সাংসদ! ‘সাংবাদিক’ রাহুল, চলল ‘প্রশ্নোত্তর’

মুখোশ-প্রতিবাদ অভিনব না-হলেও অভিনবত্ব রইল রাহুলের ভূমিকায়। মোবাইলে দু’জনের ছবি তুলতে তুলতে তিনি জানতে চাইলেন, মোদী এবং আদানির মধ্যে সম্পর্ক কী? রসিকতা করে তার উত্তরও দিলেন দু’জনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৯
Share:

মোদী এবং আদানির মুখের আদলে তৈরি মুখোশ পরিহিত দুই সাংসদের সঙ্গে রাহুল গান্ধী। সোমবার সংসদ চত্বরে। ছবি: পিটিআই।

সংসদে অভিনব প্রতিবাদ কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানির মুখোশ পরে সংসদ ভবনে গেলেন দলের দুই সাংসদ মানিকম টেগোর এবং সপ্তগিরি শঙ্কর উলাকা। প্রথম জনের মুখে মোদীর মুখোশ, আর দ্বিতীয় জনের মুখে আদানির। এই মুখোশ-প্রতিবাদ অভিনব না-হলেও অভিনবত্ব রইল রাহুল গান্ধীর ভূমিকায়। মোবাইল ফোনে দু’জনের ছবি তুলতে তুলতে লোকসভার বিরোধী দলেনেতা জানতে চাইলেন, মোদী এবং আদানির মধ্যে সম্পর্ক কী? রসিকতা করে তার উত্তরও দিলেন দু’জনে।

Advertisement

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই আদানি-বিরোধী প্রতিবাদকে উচ্চগ্রামে নিয়ে যেতে চাইছে কংগ্রেস। ‘আদানি ঘুষকাণ্ড’ নিয়ে শোরগোল শুরু হওয়ার পরেই সম্প্রতি সংসদের মকর দ্বারের সামনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির সাংসদদের নিয়ে বিক্ষোভ দেখান রাহুল। যদিও তাৎপর্যপূর্ণ ভাবে ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়নি ‘ইন্ডিয়া’র দুই দল সমাজবাদী পার্টি (এসপি) এবং তৃণমূল।

সোমবার খানিক নাটকীয় ঢঙেই মোদী এবং আদানি সেজে সংসদে আসেন কংগ্রেসের ওই দুই সাংসদ। দু’জনের ছবি তুলতে তুলতেই রাহুল তাঁদের বলেন, দু’জনের সম্পর্ক ব্যাখ্যা করতে। তার পর দুই সাংসদ একে অপরের হাত ধরে হিন্দিতে বলেন, “আমরা একসঙ্গেই সব করব। আমাদের বহু বছরের সম্পর্ক।” মনে করা হচ্ছে, রসিকতার আড়ালে মোদী এবং আদানির ‘ঘনিষ্ঠতার’ প্রসঙ্গে টেনে দু’জনকে কটাক্ষ করা হয়েছে।

Advertisement

রাহুলের প্রশ্নের জবাবে আদানির মুখোশ পরিহিত কংগ্রেস সাংসদ মোদীর মুখোশ পরা সাংসদের উদ্দেশে বলেন, “আমি যা বলি, উনি তা-ই করেন।” এই মন্তব্যের পরেই আশপাশে দাঁড়িয়ে থাকা বিরোধী সাংসদদের মধ্যে হাসির রোল ওঠে। প্রসঙ্গত, রাহুল দীর্ঘ দিন ধরেই দাবি করছেন যে, শিল্পপতি আদানির নির্দেশে পরিচালিত হন প্রধানমন্ত্রী মোদী।

আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) জমা পড়েছে গত ২০ নভেম্বর। সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার বিনিময়ে ভারতের সরকারি আধিকারিকদের (মন্ত্রী এবং আমলা) ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর-সহ সাত জনকে অভিযুক্ত করা হয়েছে তাতে। শীতকালীন অধিবেশনের গোড়া থেকেই আদানিকাণ্ডের তদন্তে জেপিসি গঠনের দাবিতে সরব কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’র শরিকেরা। কিন্তু আদানি-বিক্ষোভে শরিক হয়নি এসপি, তৃণমূল এবং আম আদমি পার্টি (আপ)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement