খবর সংগ্রহে গিয়ে গুলিতে জখম জম্মুর একটি চ্যানেলের সাংবাদিক আকাশ। ছবি: সোশ্যাল মিডিয়া
উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে এ দিনও আক্রান্ত হলেন সাংবাদিকেরা। অভিযোগ, গুলিতে আহত হয়েছেন জম্মুর একটি চ্যানেলের সাংবাদিক। জনতার মারধরে এক মহিলা-সহ চার জন সাংবাদিক আহত হয়েছেন বলেও অভিযোগ। আহত সাংবাদিকদের আরও দাবি, কোথাও সাংবাদিকদের রক্ষা করতে পুলিশ এগিয়ে আসেনি। প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান উইমেন প্রেস কোরের তরফে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ‘‘ঘটনা দেখে মনে হয় ভিডিয়ো তোলা রুখতে বিশেষ ভাবে টেলিভিশন চ্যানেলকে নিশানা করা হয়েছে।’’
গত কালই অভিযোগ উঠেছিল, বিকেল চারটে নাগাদ একটি জাতীয় স্তরের বেসরকারি চ্যানেলের সাংবাদিক অক্ষয় ডোঙ্গরে ও তাঁর সঙ্গী চিত্রসাংবাদিককে মারধর করেছে জনতা। অভিযোগ, আজ মৌজপুরে গোলমালের খবর সংগ্রহ করার সময়ে গুলিবিদ্ধ হন জম্মুর এক চ্যানেলের সাংবাদিক আকাশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চ্যানেলের তরফে টুইটারে আহত সাংবাদিকের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে আহত আকাশকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি মৌজপুরে গোলমালের খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ ১০-১৫ জন গুলি ছুড়তে শুরু করল। একটা গুলি আমার গায়ে লাগে।’’
গত কাল যে বেসরকারি চ্যানেলের সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন এ দিন তাদেরই আরও চার সাংবাদিকের উপরে হামলার অভিযোগ উঠেছে। সাংবাদিক সৌরভ শুক্ল জানান, তাঁরা গত কাল রাত থেকেই উত্তর-পূর্ব দিল্লির নানা এলাকায় গোলমালের খবর সংগ্রহ করছিলেন। আজ সকালে মৌজপুরে হিংসার খবর সংগ্রহ করতে যান তিনি ও তাঁর সহকর্মী অরবিন্দ গুনসেকর। সৌরভের কথায়, ‘‘আমাদের সেখান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলে জনতা।’’ এর পরে কারাওয়াল নগর ও গোকুলপুরীতে যান তাঁরা। সৌরভের কথায়, ‘‘গোকুলপুরীতে একটি ধর্মস্থানে হামলা করেছিল জনতা। আমাদের মোবাইল ফোন, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। পরে অরবিন্দকে মারধর শুরু করে কয়েক জন।’’ সৌরভ জানান, এক দুষ্কৃতী অরবিন্দের মাথায় লাঠি মারার চেষ্টা করলে বাধা দেন তিনি। লাঠির আঘাত তাঁর কাঁধে পড়ে। উত্তর-পূর্ব দিল্লিরই অন্য এলাকায় খবর সংগ্রহ করছিলেন ওই চ্যানেলেরই শ্রীনিবাসন জৈন, মারিয়াম আলভি ও চিত্রসাংবাদিক সুশীল রাঠি। অভিযোগ, মারিয়ামের পিঠে আঘাত করে দুষ্কৃতীরা। আহত হন সুশীল রাঠিও।
আরও পড়ুন: মোদী ‘শান্ত, ধার্মিক’, ইতি ডোনাল্ড ট্রাম্প