পাকিস্তানের সঙ্গে থমকে যাওয়া আলোচনা প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু দীর্ঘদিন পর দু’দেশের মধ্যে একটি ‘আস্থাবর্ধক’ আলোচনা সম্প্রতি হয়ে গেল লাহৌরে। ২০ এবং ২১ মার্চ সিন্ধু জল কমিশনের বৈঠক করলেন দু’দেশের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের কর্তারা। তবে এই বৈঠক নিয়ে শীতল মনোভাবই দেখাল দিল্লি।
বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সিন্ধু চুক্তি নিয়ে আগামী মাসে ওয়াশিংটনে দু’দেশের সচিব পর্যায়ে বৈঠক হোক। ইসলামাবাদ জানিয়ে দিয়েছিল, এই বৈঠকে ভারতও নাকি রাজি। কিন্তু শুক্রবার এ নিয়ে মন্তব্য করেনি দিল্লি। বরং কৌশলে জানিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি নিতান্তই দ্বিপাক্ষিক। দু’দেশের জল কমিশনের বৈঠকেই এর আলোচনা হবে। ওয়াশিংটনে গিয়ে বৈঠকে বসার প্রশ্ন অবান্তর।