দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল দিল্লিতে। — ফাইল ছবি।
দিল্লিতে আবার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে কোভিড আক্রান্ত ২,১৬২ জন। সংক্রমণের হার ১২.৬৪ শতাংশ।
এই নিয়ে টানা ১২ দিন রাজধানীতে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’ হাজারের বেশি। রবিবার দিল্লির স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান পেশ করেছে, তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে পাঁচ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছেন ১৭ হাজার ১০৬ জনের।
শনিবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ২,০৩১। মারা গিয়েছিলেন ন’জন। দৈনিক সংক্রমণের হার ছিল ১২.৪ শতাংশ। রবিবার মৃত্যুর সংখ্যা কমেছে। তবে শুক্রবার দিল্লিতে কোভিডে মারা গিয়েছেন ১০ জন। গত ছ’মাসের দৈনিক মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। এর আগে ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে কোভিডে মারা গিয়েছিলেন ১২ জন। শুক্রবার দিল্লিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছিলেন ২,১৩৬ জন। সংক্রমণের হার ছিল ১৫.০২ শতাংশ।