Maintenance For Wife

চাকরির অভিজ্ঞতা থাকা শিক্ষিত স্ত্রীর ভরণপোষণের আশায় বেকার বসে থাকা কাম্য নয়: আদালত

স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা থাকলে এবং কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে শুধুমাত্র ভরণপোষণের আশায় বেকার বসে থাকা উচিত নয়। এমনটাই মন্তব্য করেছে দিল্লি হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:২৯
Share:
দিল্লি হাই কোর্টে দাম্পত্য কলহের মামলা।

দিল্লি হাই কোর্টে দাম্পত্য কলহের মামলা। —প্রতিনিধিত্বমূলক ছবি।

চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকা শিক্ষিত স্ত্রীর কেবলমাত্র স্বামীর থেকে ভরণপোষণের টাকা পাওয়ার জন্য বেকার হয়ে বসে থাকা উচিত নয়। সম্প্রতি এক দাম্পত্য কলহের মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

Advertisement

ওই দম্পতির ২০১৯ সালে বিয়ে হয় এবং বিয়ের পর পরই তাঁরা সিঙ্গাপুরে চলে যান। কিন্তু সেখানে মহিলা নিষ্ঠুরতার শিকার বলে অভিযোগ। তাই ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন ওই মহিলা। পরে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পারিবারিক আদালতের দ্বারস্থ হন তিনি। স্বামীর থেকে মাসে ৩ লক্ষ ২৫ হাজার করে ভরণপোষণের আর্জি জানান। কিন্তু সেখানে মহিলার অন্তর্বর্তী ভরণপোষণের আর্জি খারিজ হয়ে যায়। পারিবারিক আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন মহিলা। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুসারে, হাই কোর্টও মহিলার আর্জি খারিজ করে দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, এই মামলাটির ক্ষেত্রে অভিযোগকারী মহিলা সুশিক্ষিত। ২০০৬ সালে স্নাতকোত্তর পাশ করেন তিনি। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দুবাইয়ে কাজ করতেন তিনি। তবে এর পর থেকে তিনি আর কোনও কাজ করেননি। মহিলার দাবি, তাঁর ডিগ্রি, শেষ চাকরি এবং বিয়ের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। এর থেকে বোঝা যায় তিনি চাকরি না-করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও মহিলার স্বামীর পাল্টা যুক্তি, স্ত্রী উচ্চশিক্ষিত এবং নিজে উপার্জন করার ক্ষমতা রাখেন। তাই বেকারত্বের কারণ দেখিয়ে তিনি ভরণপোষণ চাইতে পারেন না।

Advertisement

দু’পক্ষের বক্তব্য শুনে আদালত জানিয়েছে, স্ত্রী যথেষ্ট উচ্চশিক্ষিত এবং শারীরিক ভাবেও সক্ষম। এই ঘটনার ক্ষেত্রে মহিলা যে ভাবে নিজেকে পেশ করেছেন, তাতে মনে হয়েছে আদালতকে বোঝাতে চাইছেন যে তিনি উপার্জনে অক্ষম। এই মামলায় মহিলা অন্তর্বর্তী ভরণপোষণ পাওয়ার যোগ্য নন বলেই মনে করছে আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির পূর্ব অভিজ্ঞতা দেখে এমন কিছু ভাবার কারণ নেই যে তিনি ভবিষ্যতে নিজের খরচ বহন করতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement