Oxygen

চাহিদার চেয়ে বেশি অক্সিজেন পেয়েছে বহু রাজ্য, পায়নি দিল্লি, আদালতে কেজরী সরকার

অভিযোগ সঠিক কি না, তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে দিল্লি হাই কোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৫:২৮
Share:

ফাইল ছবি।

মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ অনেক রাজ্যই যতটা অক্সিজেন চেয়েছে, তার চেয়ে বেশি তাদের দেওয়া হয়েছে। শুধু দিল্লির ক্ষেত্রেই এর ব্যাতিক্রম ঘটেছে। দিল্লি হাই কোর্টে বৃহস্পতিবার দিল্লি সরকারের তরফে এ কথা জানানো হয়েছে। এই অভিযোগ সঠিক কি না, তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে দিল্লি হাই কোর্ট।
কোন কোন রাজ্য কেন্দ্রের কাছে কী পরিমাণে অক্সিজেন চেয়েছে, আর কী কী পরিমাণে পেয়েছে দিল্লি সরকারের তরফে বৃহস্পতিবার তা সবিস্তারে জানানো হয় দিল্লি হাই কোর্টে একটি মামলার শুনানিতে।

Advertisement

এর পরেই বিচারপতি বলেন, ‘‘চাহিদার চেয়ে কেন বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো কয়েকটি রাজ্যকে? আর কেনই বা দিল্লি সরকারের অক্সিজেনের চাহিদা মেটানো হয়নি?’’

আদালত বিষয়টি স্পষ্ট করে জানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। কেন্দ্রের বক্তব্য জানার পরেই এ ব্যাপারে রায় দেওয়া হবে, জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement