Delhi Fire

দিল্লির পিভিসি মার্কেটে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

আগুন ছড়িয়ে পড়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ০৮:৫৪
Share:

আগুন ছড়িয়ে পড়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবি: টুইটার।

দিল্লির টিকরি কালানের পিভিসি মার্কেটে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ২৫টি দমকলের ইঞ্জিন। আগুন নেভাতে তৎপর হয়েছেন স্থানীয়রাও। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

সরকারি বিবৃতি অনুযায়ী, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ‘কুলিং অপারেশন’ চলছে। আগুন ছড়িয়ে পড়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

ঠিক কী কারণে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement