Delhi CM Residence

শিশমহলে ‘না’, ক্ষমতায় আসার ৫০ দিন পরেও ‘ঘরছাড়া’ রেখা, নয়া বাংলো পেলেন প্রাক্তন আতিশী

মঙ্গলবারই নতুন বাসভবন পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ১১৫ নম্বর আনসারি রোডের একটি বাংলোকে বিধানসভার বিরোধী দলনেত্রীর বাসভবন হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৭:৪২
Share:
(বাঁ দিকে) রেখা গুপ্ত। আতিশী মার্লেনা (ডান দিকে)

(বাঁ দিকে) রেখা গুপ্ত। আতিশী মার্লেনা (ডান দিকে) — ফাইল চিত্র।

দিল্লির মসনদে বসার পর প্রায় ৫০ দিন পেরিয়ে গিয়েছে। অথচ এখনও সরকারি বাসভবন পাননি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও অবধি সরকারি বাংলো না মেলায় প্রতি দিন শালিমারবাগের ব্যক্তিগত বাসভবন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যাতায়াত করতে হচ্ছে রেখাকে!

Advertisement

উল্লেখ্য, এর আগে ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের ওই বাংলোতেই থাকতেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বিধানসভা নির্বাচনের আগে যে বিলাসবহুল বাংলোর ‘চোখধাঁধানো’ অন্দরসজ্জা নিয়ে সাড়া পড়ে গিয়েছিল দেশে। বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, আপ নেতা সরকারের কোটি কোটি টাকা নয়ছয় করে নিজের ‘শিশমহল’ সাজিয়েছেন। সিভিল লাইন্‌সের ওই বাসভবনের জৌলুস নিয়ে ভোটপর্বে কেজরীর বিরুদ্ধে ঢালাও প্রচার করেছিল বিজেপি। তাই নির্বাচনে জয়ী হওয়ার পর সেই বাংলোয় থাকতে অস্বীকার করেন নতুন মুখ্যমন্ত্রী রেখাও। ফলে দিল্লিতে আপ সরকারের পতনের পর থেকেই ‘শিশমহলের’ ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তবে ৫০ দিন পেরিয়ে গেলেও এখনও সরকারি বাসভবন জোটেনি রেখার।

অন্য দিকে, মঙ্গলবারই নতুন বাসভবন পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ১১৫ নম্বর আনসারি রোডের একটি বাংলোকে বিধানসভার বিরোধী দলনেত্রীর বাসভবন হিসাবে বরাদ্দ করা হয়েছে। বাংলোয় প্রয়োজনীয় সংস্কারকার্যের জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে পূর্ত দফতর (পিডব্লিউডি)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement