গ্রাফিক: শৌভিক দেবনাথ।
এক সঙ্গে জলে ভাসল ভারতীয় নৌসেনার দুই আধুনিক যুদ্ধজাহাজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার মুম্বইয়ের ‘মাঝগাঁও ডক ইয়ার্ড’ থেকে আনুষ্ঠানিক ভাবে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করেন ডেস্ট্রয়ার আইএনএস সুরত এবং ফ্রিগেট আইএনএস উদয়গিরিকে।
আইএনএস সুরতের সৌজন্যে ভারতীয় নৌসেনার অস্ত্রাগারে এল চতুর্থ পি-১৫বি শ্রেণির ‘গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার’। অন্য দিকে, পি-১৭এ (শিবালিক) শ্রেণির ‘স্টেলথ ফ্রিগেট’ আইএনএস উদয়গিরি ভারতীয় নৌবাহিনীর নতুন হাতিয়ার। দু’টি যুদ্ধজাহাজের নকশা তৈরি করেছে ভারতীয় নৌবাহিনীর ‘ডিরেক্টরেট অফ ন্যাভাল ডিজাইন’ (ডিএনডি)। ‘মাঝগাঁও ডক ইয়ার্ড’ কর্তৃপক্ষই যুদ্ধজাহাজ দু’টি নির্মাণ করেছেন।
রাজনাথ মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘এই যুদ্ধজাহাজগুলি বিশ্বের কাছে ভারতের কৌশলগত শক্তি এবং স্বনির্ভরতার দক্ষতাকে তুলে ধরেছে।’ প্রসঙ্গত, ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। নতুন যুদ্ধজাহাজগুলির বড় অংশই কোচি, মুম্বই-সহ দেশের বিভিন্ন ডক ইয়ার্ডে তৈরি হবে।