Dead Body

রান্নাঘর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, ফেরার একত্রবাসের সঙ্গীর খোঁজ করছে পুলিশ

সোমবার রাতে মহিলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বার হতে থাকে। তার পরেই থানায় খবর দেন স্থানীয়েরা। এর পর পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০
Share:
representational image of death

— প্রতীকী চিত্র।

বাড়ি থেকে ৩৬ বছরের এক মহিলার পচাগলা দেহ উদ্ধার। মহারাষ্ট্রের ঠাণে জেলার ভিওয়াণ্ডির ঘটনা। মহিলার একত্রবাসের সঙ্গী এবং এক বান্ধবীর খোঁজ করছে পুলিশ। দু’জনেই ফেরার। প্রাথমিক অনুমান, মহিলার মৃত্যুতে তাঁদের ভূমিকা থাকতে পারে।

Advertisement

সোমবার রাতে মহিলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বার হতে থাকে। তার পরেই থানায় খবর দেন স্থানীয়েরা। এর পর পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখে, রান্নাঘরের মধ্যে পড়ে রয়েছে মহিলার দেহ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তিন-চার দিন আগে গলা কেটে খুন করা হয়েছে মহিলাকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ১১ মাস ধরে কোনগাঁওয়ের ওই বাড়িতে থাকছিলেন মহিলা। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলার একত্রবাসের সঙ্গী এবং এক বান্ধবীর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, তাঁরা ধরা পড়লে খুনের কারণ স্পষ্ট হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement