শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। — ফাইল ছবি।
সমাজমাধ্যমে এনসিপি প্রধান শরদ পওয়ারকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে অভিযোগ নিয়ে মুম্বই পুলিশের কমিশনার বিবেক ফানসালকরের সঙ্গে দেখা করলেন শরদের কন্যা সুপ্রিয়া সুলে-সহ এনসিপি নেতৃত্ব। এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই ঘটনার কথা জানতে পেরে সাফ জানিয়েছেন, কোনও নেতাকে হুমকি দেওয়া বরদাস্ত করবে না সরকার।
এনসিপি সাংসদ সুপ্রিয়ার দাবি, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি ওয়েবসাইটের তরফ থেকে পওয়ারকে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকে করা একটি বার্তায় পওয়ারকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘‘তোমারও হাল (নরেন্দ্র) দাভোলকরের মতোই হবে।’’
প্রসঙ্গত, নরেন্দ্র দাভোলকর কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের একেবারে সামনের সারিতে থাকতেন। তাঁকে ২০১৩ সালের ২০ অগস্ট গুলি করে খুন করেন ২ অজ্ঞাতপরিচয় বাইক আরোহী। এ বার পওয়ারকেও একই রকম অবস্থা করার হুমকি দেওয়া হল। পওয়ার-কন্যা মুম্বই পুলিশের প্রধানের সঙ্গে দেখা করে গোটা ঘটনা খুলে জানিয়েছেন। বিবেক তাঁকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ দিকে প্রবীণ রাজনীতিবিদ পওয়ারকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে মহারাষ্ট্র সরকারও। উপমুখ্যমন্ত্রী ফডণবীস বলেন, ‘‘কোনও নেতাকেই হুমকি দেওয়া বরদাস্ত করা হবে না।’’ ফডণবীস দাবি করেছেন, দোষীকে খুঁজে বার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।