Attack on Sita Soren

শিবু সোরেনের পুত্রবধূ সীতার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা ঝাড়খণ্ডে! ধৃত প্রাক্তন আপ্তসহায়ক

কী কারণে হামলা চালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আগে থেকেই ওই হোটেলে হাজির ছিলেন সীতার প্রাক্তন আপ্তসহায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:১৮
Share:
সীতা সোরেন। ফাইল চিত্র।

সীতা সোরেন। ফাইল চিত্র।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্রবধূ বিজেপি নেত্রী সীতা সোরেনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টার অভিযোগ উঠল। যদিও তাঁর নিরপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে ঘটনাটি রুখে দেন। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

বৃহস্পতিবার রাতে কতরাসে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সীতা। সেখানে একটি হোটেলে উঠেছিলেন। পুলিশ সূত্রে খবর, সেই সময় সীতার প্রাক্তন আপ্তসহায়ক দেবাশিস ঘোষ আচমকাই হোটেলে তাঁর ঘরে অস্ত্র নিয়ে ঢুকে হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তবে বিজেপি নেত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তৎক্ষণাৎ দেবাশিসকে ধরে ফেলেন। শুক্রবার তাঁকে ধানবাদ আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

কী কারণে হামলা চালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আগে থেকেই ওই হোটেলে হাজির ছিলেন সীতার প্রাক্তন আপ্তসহায়ক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে দু’টি পিস্তল উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement