Pension

পারিবারিক পেনশনে বাদ নন কন্যা: কেন্দ্র

নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও সরকারি কর্মচারীর কন্যাকে পরিবারের অংশ হিসেবে ধরা হবে। কারা কারা পারিবারিক পেনশনের যোগ্য, তা পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পরে ঠিক করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ০৭:১৭
Share:

—প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পারিবারিক পেনশনের সদস্য তালিকা থেকে কন্যাদের বাদ দেওয়া যাবে না। নির্দেশিকা জারি করে ফের বিষয়টি স্পষ্ট করে দিল কেন্দ্রের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও সরকারি কর্মচারীর কন্যাকে পরিবারের অংশ হিসেবে ধরা হবে। কারা কারা পারিবারিক পেনশনের যোগ্য, তা পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পরে ঠিক করা হয়। কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের মধ্যে তাঁর বিবাহিত, অবিবাহিত, স্বামীহারা মেয়েদের ধরা হয়। এর মধ্যে সৎ মেয়ে ও দত্তক নেওয়া কন্যারাও পড়েন। তা সত্ত্বেও মেয়েদের নাম পারিবারিক পেনশনভোগীদের তালিকা থেকে মুছে দেওয়ার অনুরোধ এসেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement