২০০৫-এর আগে পিতৃবিয়োগ হলে সম্পত্তি পাবে না মেয়েরা

সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় বহু ভারতীয় মহিলার পৈতৃক সম্পত্তি উপর থেকে অধিকার চলে গেল। এই রায় অনুযায়ী ২০০৫ সালের আগে যদি বাবার মৃত্যু হয় তাহলে সম্পত্তিতে আইনত অধিকার থাকছে শুধুমাত্র পুরুষ সন্তানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ১২:৩১
Share:

সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় বহু ভারতীয় মহিলার পৈতৃক সম্পত্তি উপর থেকে অধিকার চলে গেল। এই রায় অনুযায়ী ২০০৫ সালের আগে যদি বাবার মৃত্যু হয় তাহলে সম্পত্তিতে আইনত অধিকার থাকছে শুধুমাত্র পুত্র সন্তানের।

Advertisement

২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাবার সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকার সংক্রান্ত ঐতিহাসিক রায় দেয় শীর্ষ আদালত। নয়া সংশোধনী জারি করে খারিজ করা হয় ১৯৫৬ সালের হিন্দু সাকসেশন অ্যাক্ট। বাবার সম্পত্তিতে পুরুষ সন্তানের সঙ্গেই কন্যা সন্তানের সমান অধিকার প্রতিষ্ঠা করা হয়।

এবার সেই অধিকারই এক ধাক্কায় বেশ খানিকটা সংকোচিত হয়ে গেল বিচারপতি অনিল আর দাভে এবং আদর্শ কে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশে। নতুন রায় বলছে ২০০৫-এর সংশোধনী আইন ওই বছরের ৯ সেপ্টেম্বরের আগে থেকে কার্যকরী নয়। ওই সময়ের আগে ‌যদি বাবার মৃত্যু হয়, তাহলে পৈতৃক সম্পত্তিতে হিন্দু মহিলারা কোনও দাবিই জানাতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement