সংগৃহীত ছবি।
চটুল গানের তালে তালে সবুজ স্কার্ট পরা এক মহিলা নাচছেন। আর তাঁকে ঘিরে বেশ কিছু লোক নেচে চলেছে। আবার মাঝে মাঝে টাকাও ওড়াচ্ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ আবার নাচের দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এমনই একটি ভিডিও নিয়ে সরগরম দিল্লির রাজনীতি।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ঘরের ভিতর নাচানাচি চলছে, সেখানে আবার বিজেপি-র একটি পতাকা লাগানো! দেড় মিনিটের ওই ভিডিও নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সূত্রের খবর, ওই ভিডিওটি ৩ দিন আগে তোলা হয়েছে। ঘটনাস্থল উত্তর দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের কুরেইশ নগরে। সেখানে একটি সভার আয়োজন করা হয়। বিজেপি-র কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা সেই সভায় হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত বহু
তবে ভিডিওটি প্রসঙ্গে মুখ খোলেননি দিল্লি বিজেপির সংখ্যালঘু শাখার প্রেসিডেন্ট আতিফ রশিদ। এই ভিডিও সম্পর্কে তিনি কিছু জানেন না বলেন জানান আতিফ।
দিল্লি বিজেপির ভাইস প্রেসিডেন্ট জয় প্রকাশ জানান, বিষয়টি আদৌ সত্যি কিনা তা তদন্ত করে দেখা হবে।