দলিত শিশু হত্যা: কুকুর পেটানোর উপমা টানলেন কেন্দ্রীয় মন্ত্রী

হরিয়ানায় দুই দলিত শিশুকে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে বলতে গিয়ে কুকুর পেটানোর উপমা টানলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিংহ। আর, এই ভাবেই কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন ওই নৃশংস ঘটনাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৫ ১৬:৫৮
Share:

হরিয়ানায় দুই দলিত শিশুকে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে বলতে গিয়ে কুকুর পেটানোর উপমা টানলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিংহ। আর, এই ভাবেই কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন ওই নৃশংস ঘটনাকে। কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিংহের বক্তব্য, ‘‘ওই ঘটনার দায় কিছুতেই সরকারের ঘাড়ে বর্তাতে পারে না।’’

Advertisement

এখানেই না থেমে, এর পর কিছুটা শ্লেষের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘কুকুরকে ঢিল ছুঁড়লে কি তার জন্যেও দায়ী হবে সরকার?’’

শোনপেড়ে গ্রামে গভীর রাতে পেট্রোল ঢেলে একটি বাড়িতে আগুন লাগিয়ে যে দু’টি শিশুকে পুড়িয়ে মারা হয়েছে, তাতে কি রাজ্য প্রশাসন তারদায় এড়াতে পারে?

Advertisement

সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘এর সঙ্গে সরকারকে জড়াবেন না। এটা দুই পরিবারের ঝগড়ার পরিণতি। তদন্ত করে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement