প্রতিনিধিত্বমূলক ছবি।
উত্তরাখণ্ডের দেহরাদূনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। দিনের ব্যস্ত সময়ে গয়নার শোরুমে ঢুকে লুট করে নিয়ে গেল নগদ এবং গয়না-সহ ২০ কোটি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শহরের কোতওয়ালি নগর থানা এলাকায়।
বৃহস্পতিবার সকাল তখন ১০টা। গয়নার শোরুম সবে খুলেছে। এক এক করে কর্মীরা এসে হাজির হয়েছিলেন। দীপাবলি উপলক্ষে শোরুমে প্রচুর দামি এবং নতুন গয়না এসেছিল। সেগুলি গ্রাহকদের জন্য প্রস্তুত করে রাখছিলেন কর্মীরা। সেই সময় পাঁচ ডাকাতের একটি দল গ্রাহকের বেশে শোরুমে ঢোকে। পুলিশ সূত্রে খবর, গ্রাহকের বেশে ডাকাতরা ঢোকায় কর্মীরা আঁচ করতে পারেননি এর পর কী ঘটতে চলেছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতরা শোরুমে ঢুকে প্রথমে গয়না দেখা শুরু করে। দাম ইত্যাদি জিজ্ঞাসা করতে থাকে। এ ভাবে কিছু ক্ষণ সময় কাটানোর পর আসল রূপ বেরিয়ে আসে ডাকাতদের। আগ্নেয়াস্ত্র বার করে কর্মীদের মাথায় ঠেকায় তারা। চিৎকার-চেঁচামেচি করলে গুলি করে খুন করার হুমকি দেয়। এর পরই কর্মীদের এক এক করে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বেঁধে রাখা হয়। তার পর ডাকাতরা অবাধে লুটপাট চালায়। পুলিশ সূত্রে খবর, ডাকাতরা হিরে, সোনা এবং রুপোর গয়না লুট করে পালিয়ে যায়। বেশ কিছু ক্ষণ ধরে এই ‘অপারেশন’ চালায় তারা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, যে দলটি ডাকাতি করেছে সেটি বিহারের। দেহরাদূনের সিনিয়র পুলিশ সুপার অজয় সিংহ জানিয়েছেন, খুব শীঘ্রই এই ডাকাত দলকে গ্রেফতার করা হবে।