সাইক্লোনের তাণ্ডব কন্যাকুমারীতে। ছবি:পিটিআই।
তামিলনাড়ু ও কেরলের দক্ষিণের জেলাগুলিতে আছড়ে পড়ল সাইক্লোন ‘ওখি’। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত এই দুর্যোগের দাপটে তামিলনাড়ু এবং কেরলে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এই ঝড়ের দাপটে বিধ্বস্ত শ্রীলঙ্কাও। সেখানে এই ঝড়ের বলি সাত জন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারত মহাসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপই প্রবল ঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু ও কেরলের জেলাগুলিতে আছড়ে পড়েছে। এর জেরে আগামী এক-দু’দিন সেখানে প্রবল বৃষ্টি হবে। এর পর আগামী ২৪ ঘণ্টায় এই ঝড় আরও শক্তি সঞ্চয় করে লাক্ষাদ্বীপের দিকে এগিয়ে যাবে। ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের দাপটে সমুদ্র উত্তাল থাকবে এবং অন্তত দু’দিন প্রবল বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
এই দুর্যোগে কেরলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আলাপ্পুঝা, ইদুক্কি, কোল্লাম, পাথানামথিট্টা, তিরুঅনন্তপুরম। সাহায্যের জন্য সেখানে ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা সংস্থা মোতায়েন করা হয়েছে। ধসে বিপর্যস্ত রাজ্যের পাহাড়ি এলাকা। রাতে বৃষ্টিতে তীর্থযাত্রীদের শবরীমালা মন্দিরে যেতে বারণ করেছে প্রশাসন। তিরুঅনন্তপুরমের কাছে ভিঝিনজামের মৎস্যজীবীরা জানান, বুধবার রাতে আট মৎস্যজীবী সমুদ্রে গিয়েছিলেন, এখনও তাঁদের খোঁজ নেই। বিপর্যস্ত দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশও। কন্যাকুমারী, তিরুনেলভেলি, তুতুকুডি ও তুতিকোরিনে ঝড়ে উপড়ে গিয়েছে গাছপালা। ভারী বৃষ্টিতে রাজ্যে বেহাল জনজীবন। বন্ধ স্কুল-কলেজ। মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্কতা। কেরলে প্রায় ১২টি এবং তামিলনাড়ুতে দু’টি ট্রেন বাতিল করা হয়েছে।