কবে চলবে পুরীর ট্রেন, জানে না কেউ

রেল সূত্রের খবর, ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশার পূর্ব উপকূল রেলওয়ের অন্তর্গত ভদ্রক থেকে পালাসা পর্যন্ত রেলপথের প্রভূত ক্ষতি হয়েছে। পুরী, ভুবনেশ্বর এবং খুর্দা রোড স্টেশন কার্যত ধ্বংসস্তূপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০৪:০৬
Share:

ঝড় থেমে গেলেও পরিস্থিতি অনুকূল হয়নি এখনও। তাই শনিবারও হাওড়া এবং শিয়ালদহ থেকে ওড়িশামুখী সব নিয়মিত ট্রেনই বাতিল করা হল।

Advertisement

তবে রেল পথের আংশিক মেরামতির পরে শুক্রবার রাতে আটকে পড়া যাত্রীদের জন্য হাওড়া থেকে চারটি বিশেষ ট্রেন চালানো হয়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই চারটি বিশেষ ট্রেন যশোবন্তপুর, গোয়া, চেন্নাই এবং সম্বলপুরের উদ্দেশে রওনা হয়।

রেল সূত্রের খবর, ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশার পূর্ব উপকূল রেলওয়ের অন্তর্গত ভদ্রক থেকে পালাসা পর্যন্ত রেলপথের প্রভূত ক্ষতি হয়েছে।
পুরী, ভুবনেশ্বর এবং খুর্দা রোড স্টেশন কার্যত ধ্বংসস্তূপ। দ্রুত মেরামতির কাজ চললেও আজ, রবিবার সকালের আগে ভদ্রক এবং পালাসার মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হওয়া মুশকিল বলে রেল কর্তাদের দাবী।

Advertisement

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মেল-এক্সপ্রেস মিলে হাওড়া ছুঁয়ে ওড়িশামুখী ১৮৮টি ট্রেন বাতিল হয়েছে। ১৩০টি লোকাল ট্রেন এবং ৬১টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করতে হয়েছে। এ দিন নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেসকে খড়গপুরের পরে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। আটকে পড়া যাত্রীদের জন্য পরে খিচুড়ির ব্যবস্থা করা হয়।

শুক্রবার রাতে ফণীর দাপটে দীঘা স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্ল্যাটফর্মের শেড উড়ে যায়। লক্ষ্যনাথ রোড স্টেশনে ইস্পাতের খুঁটি সমেত প্ল্যাটফর্মের একটি শেড রেললাইনে এসে পড়ে। কলাইকুণ্ডা স্টেশনের গুডস শেডে একটি আলোর স্তম্ভ পণ্যবাহী ট্রাকের উপর এসে পড়ে। তবে কোথাও কেউ হতাহত হয়নি। দক্ষিণ-পূর্ব রেলের এক কর্তা বলেন, "ওড়িশা থেকে পর্যটকদের ঝড়ের আগে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় সেটা সামাল দেওয়া গিয়েছে, এটাই স্বস্তি।"

আজ, রবিবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা। তবে হাওড়ার সঙ্গে ট্রেনে পুরীর যোগাযোগ কবে সম্ভব হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেলের কর্তারাও। পুরীতে স্টেশন ভবন ছাড়াও কোচিং ডিপো, লেভেল ক্রসিং, ওভারহেড কেবল এবং সিগন্যালিং ব্যবস্থার প্রভূত ক্ষতি হয়েছে। প্ল্যাটফর্ম এবং ফুট ওভারব্রিজের ছাউনির ৬০ শতাংশই উড়ে গিয়েছে। আপাতত পুরী থেকে সাত কিলোমিটার দূরে মালতিপুর স্টেশন পর্যন্ত ট্রেন চালানো হবে বলে খবর। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন," দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।"

ঝড়ের আশঙ্কায় শুক্রবার দুপুর থেকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে ট্রেন বাতিল করা হলেও শনিবার থেকে তা আবার স্বাভাবিক হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ ছাড়াও পূর্ব রেলের আসানসোল ও মালদহ ডিভিশনে ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক বলেই রেলের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement