সাইবার অপরাধীদের প্রতারণার ফাঁদে পড়ে সব খোয়ালেন বৃদ্ধ। প্রতিনিধিত্বমূলক ছবি।
সিবিআই অফিসার হিসাবে পরিচয় দিয়ে গুজরাতের এক বৃদ্ধের কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নিলেন সাইবার অপরাধীরা। ১৫ দিন ধরে বৃদ্ধকে ‘ডিজিটাল গ্রেফতার’ করে রেখে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি গুজরাতের সুরাতের।
সুরাতের অপরাধদমন শাখা জানিয়েছে, এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। চিনের একটি দলের সঙ্গে কাজ করতেন ওই পাঁচ জন। তবে মূল চক্রী পার্থ গোপানির এখনও কোনও হদিস মেলেনি। পুলিশ মনে করছে কম্বোডিয়ায় পালিয়েছেন গোপানি। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের কাছে সিবিআই অফিসার পরিচয়ে এক জন ফোন করেন। বৃদ্ধকে বলা হয় তাঁর নামে একটি পার্সেল ধরা পড়েছে। সেই পার্সেলটি মুম্বই থেকে চিনে পাঠানো হচ্ছিল। পার্সেল থেকে মাদক উদ্ধার হয়েছে।
বছর নব্বইয়ের ওই বৃদ্ধ এই ফোন পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন। তাঁকে হোয়াট্সঅ্যাপ কল করেন এক সাইবার অপরাধী। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দেন। বৃদ্ধকে জানানো হয়, তাঁর নামের পার্সেল থেকে ৪০০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে। যদি গ্রেফতারি এড়াতে চান, তা হলে কিছু টাকা দিলেই সব মিটিয়ে নেওয়া হবে। আর যদি না দেন, তা হলে মাদক পাচারের মামলায় তাঁকে এবং তাঁর পরিবারের সকলকে গ্রেফতার করা হবে। টানা ১৫ দিন ধরে নানা ভাবে হুমকি দিয়ে বৃদ্ধের কাছ থেকে কয়েক ধাপে এক কোটি ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন অপরাধীরা। ১৫ দিনের জন্য ‘ডিজিটাল গ্রেফতার’ করে বৃদ্ধের সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নেন তাঁরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাওয়ায় বৃদ্ধের সন্দেহ হয়। তখনই সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সুরাতের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রমেশ সুরানা, উমেশ জিঞ্জলা, নরেশ সুরানা, রাজেশ দেওরা এবং গুরুং রাখোলিয়া নামে পাঁচ জনকে গ্রেফতার করে।