US Dollar Seized

বইয়ের পাতায় লুকানো ৪ লক্ষ ডলার! তিন পড়ুয়া দুবাই থেকে পুণে ফিরেই ধরা পড়লেন তল্লাশিতে

দুবাই থেকে পুণে পৌঁছতেই তিন পড়ুয়াকে তল্লাশি করে শুল্ক দফতর। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ডলার। সেগুলি বইয়ের পাতায় লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল ভারতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩
Share:
দুবাইফেরত তিন পড়ুয়ার থেকে মিলল তিন লক্ষ ডলার।

দুবাইফেরত তিন পড়ুয়ার থেকে মিলল তিন লক্ষ ডলার। — প্রতীকী চিত্র।

দুবাইফেরত তিন পড়ুয়ার ব্যাগ থেকে মিলল ৪ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে তিন কোটি টাকা)। বইয়ের পাতার মধ্যে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল ওই ডলারগুলি। দুবাই থেকে পুণে বিমানবন্দরে পৌঁছানোর পর তিন পড়ুয়ার ব্যাগ থেকে সেগুলি উদ্ধার হয়। পুণে শুল্ক দফতরের বিমানবন্দরের গোয়েন্দা শাখা (এয়ার ইন্টেলিজেন্স ইউনিট) ওই ডলারগুলি বাজেয়াপ্ত করেছে। তিন পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময়ে উঠে আসে পুণের এক ট্রাভেল এজেন্ট খুশবু আগরওয়ালের নাম। প্রাথমিক অনুসন্ধানের পর শুল্ক দফতরের আধিকারিকেরা জানতে পারেন, ওই ব্যাগগুলি খুশবুরই। তাঁকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

Advertisement

তিন পড়ুয়ার থেকে শুল্ক দফতরের আধিকারিকেরা জানতে পারেন, পুণে থেকে দুবাই যাওয়ার সময়ে খুশবু দু’টি ব্যাগ ধরিয়ে দিয়েছিলেন তাঁদের হাতে। ওই ট্রাভেল এজেন্ট তাঁদের বলেছিলেন, ব্যাগে দুবাই অফিসের জন্য জরুরি কিছু কাগজপত্র রয়েছে। সেগুলি পৌঁছে দিতে হবে। সেই মতো দুবাই পৌঁছে ব্যাগ দু’টি দুবাইয়ের ঠিকানায় পৌঁছে দেন তাঁরা। সেখান থেকে আবার ব্যাগগুলি নিয়ে ফেরার সময়ে পুণে বিমানবন্দরে ধরা পড়ে যান পড়ুয়ারা। তাঁদের দাবি, ব্যাগে কী ছিল তা তাঁরা জানতেন না।

শুল্ক দফতর সূত্রে খবর, হাওয়ালার (আর্থিক লেনদেনের বেআইনি উপায়) মাধ্যমে মার্কিন ডলার দুবাইয়ে যাচ্ছে বলে আগে থেকেই খবর ছিল তদন্তকারীদের কাছে। সেই মতো দুবাইয়ের তদন্তকারী সংস্থাকে ওই তিন পড়ুয়ার উপর নজর রাখতে অনুরোধ করে শুল্ক দফতর। এর পরে তিন পড়ুয়া স্পাইস জেটের একটি বিমানে সম্প্রতি দুবাই থেকে দেশে ফেরেন। তাঁদের সঙ্গে ছিল দু’টি ব্যাগ। বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। ওই সময়েই ব্যাগের ভিতর বইয়ের পাতায় লুকিয়ে রাখা ডলারের সন্ধান পান শুল্ক দফতরের আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement