Bipin rawat

Bipin Rawat: পূর্ণ সামরিক মর্যাদায় শুক্রবার বিকেলে দিল্লিতে শেষকৃত্য জেনারেল বিপিন রাওয়তের

বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ু থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে জেনারেল রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকার দেহ দিল্লিতে আনা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ২২:৩৫
Share:

জেনারেল বিপিন রাওয়ত। ফাইল চিত্র।

দিল্লির সেনা ছাউনিতে শুক্রবার বিকেলে প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে জেনারেল রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকার দেহ দিল্লিতে আনা হবে। এর পর দু’জনের দেহ রাখা থাকবে রাওয়তের বাড়িতে।

Advertisement

সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তাঁর অনুরাগীরা। এর পর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কোয়্যার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement