সিপিএমে নিলম্বিত কেরলের বিধায়ক

দলেরই এক যুবনেত্রীর সঙ্গে ‘অশোভন আচরণে’র অভিযোগে কেরলের শোরানুর কেন্দ্রের বিধায়ক পি কে শশীকে ৬ মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তে সিলমোহর দিল দলের কেন্দ্রীয় কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৬:৩৬
Share:

প্রতীকী ছবি।

দলেরই এক যুবনেত্রীর সঙ্গে ‘অশোভন আচরণে’র অভিযোগে কেরলের শোরানুর কেন্দ্রের বিধায়ক পি কে শশীকে ৬ মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তে সিলমোহর দিল দলের কেন্দ্রীয় কমিটি। ডিওয়াইএফআই নেত্রীর অভিযোগের ভিত্তিতে বিধায়ককে নিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল কেরল সিপিএম। দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তই অনুমোদিত হয়েছে। কেরলের প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে বলেছিলেন, অভিযোগ যথেষ্ট গুরুতর। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত বিধায়ককে ‘কঠোর শাস্তি’ দেওয়া হোক। কেন্দ্রীয় কমিটি মত দিয়েছে, ৬ মাসের জন্য দলের পদ থেকে নিলম্বিত করা যথেষ্টই কড়া সাজা। এখনই আর কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। কেরলে বিরোধী বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে, সিপিএম বিধায়ক দলেই যদি এমন আচরণ করেন, তা হলে জনমানসে তাঁদের ‘বিশ্বাসযোগ্যতা’ কী থাকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement