কোভোভ্যাক্সের পরে এ বার ধাক্কা খেল রাশিয়ার টিকা স্পুটনিক লাইট ফাইল চিত্র।
কোভোভ্যাক্সের পরে এ বার ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেল না রাশিয়ার টিকা স্পুটনিক লাইট। হায়দরাবাদের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি।
বুধবার এই বিষয়ে বৈঠক করেন কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। সূত্রের খবর, স্পুটনিক লাইট টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এই আবেদন নাকচ করেছেন তাঁরা।
ভারতে স্পুটনিক ভি টিকার ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এখনও অনুমতি পায়নি স্পুটনিক লাইট। এই টিকার ব্যবহারের জন্য আবেদন করেছিল ডক্টর রেড্ডি’জ। স্পুটনিক ভি-র দুটি টিকা নিতে হয়। তার মধ্যে প্রথমটি হল মূল টিকা ও দ্বিতীয়টি টিকার কার্যকারিতা বাড়ানোর জন্য একটি বুস্টার। প্রথম টিকা থেকে তৈরি করা হয়েছে স্পুটনিক লাইট। এর একটিই টিকা দেওয়ার কথা।
স্পুটনিক ভি-র দু’টি টিকারই ট্রায়াল করেছে ডক্টর রেড্ডি’জ। এ বার স্পুটনিক লাইটের কার্যকারিতা বোঝার জন্য তার ট্রায়াল করতে চাইছিল তারা। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, স্পুটনিক ভি-র প্রথম টিকার কার্যকারিতা বিশেষ আহামরি নয়। আর সেই প্রথম টিকা থেকেই তৈরি করা হয়েছে স্পুটনিক লাইট। তাই ফের একবার তার ট্রায়াল করার পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।