COVID-19

মহারাষ্ট্রে আরও ১৫ দিন বাড়ল ‘লকডাউন’, গোয়াতেও ৫ দিনের কঠোর সুরক্ষাবিধি ঘোষণা

মহারাষ্ট্রের পুণেতে সোমবার থেকে বাড়ছে সংক্রমণ। গোয়াতে বৃহস্পতিবার থেকে ৩মে পর্যন্ত বন্ধ থাকবে হোটেল, পাব, ক্যাসিনো।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৬:৪৩
Share:

ফাইল চিত্র।

‘লকডাউন’-এর মেয়াদ আরও বাড়ছে মহারাষ্ট্রে। নতুন করে লকডাউন ঘোষণা করেছে গোয়াও।

Advertisement

বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুণে-সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে সোমবার থেকে বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেদিকে নজর রেখেই তাই আরও ১৫ দিনের জন্য উদ্ধব ঠাকরের রাজ্যে বাড়ানো হচ্ছে লক ডাউনের ন্যায় সুরক্ষা বিধি।

বুধবার গোয়া প্রশাসনও লকডাউনের ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে সোমবার সকাল পর্যন্ত গোয়ার ক্যাসিনো, হোটেল এবং পাবগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে গোয়া সরকার। বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র হোটেলের খাবার প্রস্তুত করার পরিষেবা চালু থাকবে বলে বুধবার জানিয়েছে গোয়া সরকার।

Advertisement

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement