Bizarre Incident

নবী মুম্বইয়ে চলন্ত বাসে যৌনমিলন যুগলের! ক্যামেরাবন্দি হতেই কন্ডাক্টরের বিরুদ্ধে পদক্ষেপ

রবিবার সন্ধ্যায় নবী মুম্বইয়ের ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করেন এক বাইক আরোহী। বাসের জানলা দিয়ে তিনি ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে তা তুলে নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫৭
Share:
Couple caught on camera having physical relation in running bus, conductor faces action

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরকারি বাসের পিছনের আসনে যৌনমিলনে ব্যস্ত যুগল! রবিবার নবী মুম্বইয়ের এক সরকারি বাতানুকূল বাসে এমনই কাণ্ড ঘটেছে বলে দাবি। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে। ওই বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে নবী মুম্বই পুরসভা।

Advertisement

নবী মুম্বইয়ের পরিবহণ দফতরের এক ঊর্ধ্বতন কর্তা জানান, কেন বাসের কন্ডাক্টর ওই যুগলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিলেন না? কর্তব্যে গাফিলতি এবং যথেষ্ট সতর্ক না থাকার অভিযোগে ওই কন্ডাক্টরের বিরুদ্ধে তদন্ত করা হবে।

বাসের মধ্যে যৌনমিলনের একটি ২২ সেকেন্ডের ভিডিয়ো ছড়িয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। রবিবার সন্ধ্যায় নভি মুম্বইয়ে ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করেন এক বাইক আরোহী। বাসের জানলা দিয়ে তিনি ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে তা তুলে নেন। ভিডিয়োতে যে যুগলকে দেখা গিয়েছে তাঁদের বয়স ২০-এর কোটায় বলে মনে করা হচ্ছে।

Advertisement

পরিবহণ দফতরের অন্য এক কর্তা জানান, রবিবার পানভেল থেকে কল্যাণের দিকে যাচ্ছিল বাসটি। তা মোটামুটি খালিই ছিল। যানজটের কারণে বাসটি থেমে চলছিল। গতিও খুব একটা বেশি ছিল না। সেই সময়ই বাসের পিছনের আসনে বসা তরুণ-তরুণীর কীর্তি ভিডিয়ো করে তাঁদের কাছে পাঠান এক জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement