Coronavirus in India

১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা, দরকার হবে না কো-মর্বিডিটির নথি

দ্বিতীয় দফায় কো-মর্বিডিটির সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে ৪৫ বছর বয়স হলে যে কেউ টিকা নিতে পারবেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৫:৫৭
Share:

প্রতীকী ছবি।

এ বার আর কো-মর্বিডিটি নয়, ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকেই কোভিড টিকা দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ১ এপ্রিল থেকেই এই টিকাকরণ শুরু হচ্ছে বলেও জানিয়েছেন জাভড়েকর।

Advertisement

দ্বিতীয় দফায় ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদের কো-মর্বিডিটি ছিল, তাঁদেরই টিকা দেওয়া হয়েছে। তার জন্য দেখাতে হয়েছিল চিকিৎসকের দেওয়া কো-মর্বিডিটির নথি। তবে ১ এপ্রিল থেকে সেই নথি আর দেখাতে হবে না। ৪৫ বছরের ঊর্ধ্বে সবাই টিকা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ভারতে টিকাদান প্রক্রিয়া শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুর ও পুলিশ-প্রশাসনের কর্মীদের অর্থাৎ সামনের সারির কোভিড যোদ্ধাদের। দ্বিতীয় দফায় ১ মার্চ থেকে টিকা নিয়েছেন ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা এবং ৪৫ বছরের ঊর্ধ্বে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিরা। মঙ্গলবার জাভড়েকর বলেন, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ দেশে বেড়ে চলেছে। তাই টিকাদানের গতি বাড়ানোর প্রচেষ্টা শুরু হয়েছে। দ্বিতীয় দফায় কো-মর্বিডিটির সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে ৪৫ বছর বয়স হলে যে কেউ টিকা নিতে পারবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement