Coronavirus in India

COVID in India: ফের সাত হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, আক্রান্ত বাড়ল মহারাষ্ট্রে

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। এর মধ্যে ২ হাজার ৬০৫ জন কেরলের। মহারাষ্ট্রে আক্রান্ত ১ হাজার ৪১০ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১০:১৯
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ শনিবার ফের ছাড়াল সাত হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। এর মধ্যে ২ হাজার ৬০৫ জন কেরলের। মহারাষ্ট্রেও গত কয়েক দিনে বেড়েছে সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪১০ জন। দেশের বাকি সব রাজ্যেই এক হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭৯ হাজার ৮১৫।

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এর মধ্যে ৩৪২ জনই কেরলে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা বাড়েনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০ জন।

আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বাড়লেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ৩২ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement