Coronavirus in India

COVID in India: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের নামল ছ’হাজারের ঘরে

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। এর মধ্যে কেরলে ২ হাজার ৫১৪ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৩:০২
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ শুক্রবার ফের নেমেছে ছ’হাজারের ঘরে। বৃহস্পতিবার তা সাত হাজার ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। এর মধ্যে কেরলে ২ হাজার ৫১৪ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে ১ হাজার ১৭৯। এ নিয়ে পর পর দু’দিন মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত এক হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন।

Advertisement

আক্রান্তের পাশাপাশি দেশের দৈনিক মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। এর অধিকাংশটাই অবশ্য কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের।

দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিক ভাবে কমছে। ইতিমধ্যেই তা এক লক্ষের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় কমেছে ৭৭৫। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ৫১৬ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement