দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
মঙ্গলবারের তুলনায় বাড়লেও দেশের দৈনিক কোভিড সংক্রমণ বুধবার থাকল সাড়ে ছ’হাজারের নীচেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার তা ছিল সাড়ে পাঁচ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১।
দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২০০ ছাড়িয়েছে। দেশে এখনও অবধি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এ ছাড়া তেলঙ্গানা, কর্নাটক, রাজস্থান, গুজরাতেও সেই সংখ্যা বেড়েছে।
কোভিডের জেরে মৃত্যু দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে। এক মাত্র কেরলে বাকি রাজ্যের তুলনায় তা অনেকটা বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। এ মধ্যে কেরলেই ২৩৩ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জনের।
দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় কয়েক মাস ধরেই ধারাবাহিক ভাবে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা ৮০ হাজারের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৮ হাজার ১৯০ জন।