দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—সনৎ সিংহ।
কিছুটা কমলেও তিন লক্ষের বেশিই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবার তা পেরিয়েছিল ৩ লক্ষ ৪৭ হাজার। আক্রান্ত সামান্য কমলেও দৈনিক সংক্রমণের হার রয়েছে ১৭ শতাংশের উপরেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৭৩১ জন।
দৈনিক আক্রান্ত সামান্য কমলেও শুক্রবারের তুলনায় দৈনিক মৃত্যু কমে ৫০০-র নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে কেরলে মৃত ১০৬, মহারাষ্ট্রে ৫২, দিল্লিতে ৩৮, পশ্চিমবঙ্গে ৩৫, তামিলনাড়ুতে ৩৩, কর্নাটক এবং উত্তরপ্রদেশে ২২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪ জন।
বড়দিনের সময় থেকেই দেশ জুড়ে বাড়তে শুরু করেছে করোনায় দৈনিক আক্রান্ত। যার জেরে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন।
দৈনিক আক্রান্ত সবথেকে বেশি মহারাষ্ট্র এবং কর্নাটকে। ওই দুই রাজ্যেই তা ৪৮ হাজারের ঘরে। কেরলে দৈনিক আক্রান্ত ৪১ হাজার। তামিলনাড়ুতে ২৯ হাজার, গুজরাতে ২১ হাজার। রাজস্থান, উত্তরপ্রদেশে তা ১৬ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৯ হাজার ১৫৪। দিল্লিতে তা এখনও ১০ হাজারের ঘরে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।