Coronavirus in India

COVID in India: সাত হাজারের ঘরেই থাকল দৈনিক আক্রান্ত, আরও কমল সক্রিয় রোগী

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৭১ জনই কেরলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১০:২২
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

পর পর তিন দিন দেশের দৈনিক কোভিড সংক্রমণ থাকল সাত হাজারের ঘরেই। শুক্রবারের থেকে শনিবার তা শ’খানেক কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৭১ জনই কেরলে। মহারাষ্ট্রে আক্রান্ত ৯০২, তামিলনাড়ুতে ৬২১ এবং পশ্চিমবঙ্গে ৫৮০। বাকি রাজ্যগুলিতে সংক্রমণ আরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তে সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৩৩ হাজার ১৯৪।

Advertisement

আক্রান্তের সঙ্গে শুক্রবারের তুলনায় কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে দেশে মারা গিয়েছেন ২৮৯ জন। এর মধ্যে ২৪৩ জনই কেরলের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৮ জনের।

দৈনিক আক্রান্তের সংখ্যা কম হতেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ৮৫০। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮৪ হাজার ৫৬৫ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement