Coronavirus in India

COVID in India: এক লাফে প্রায় ৪০ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কেরল

এক লাফে দেশের দৈনিক সংক্রমণ বাড়ল ১০ হাজারেরও বেশি। সংক্রমণ বাড়লেও বাড়েনি দেশের দৈনিক মৃত্যু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ০৯:৪৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

এক লাফে দেশের দৈনিক সংক্রমণ বাড়ল ১০ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। মঙ্গলবার দেশে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭।

সংক্রমণ বাড়লেও বাড়েনি দেশের দৈনিক মৃত্যু। গত পাঁত দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ ল৭ ৩২ হাজার ৫১৯ জনের।

Advertisement

দেশের মধ্যে কেরলের অবস্থা সবথেকে লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮০৪), কর্নাটক (১,২৯৮), অন্ধ্রপ্রদেশ (১,০৬৩)। ওড়িশা এবং অসমেও আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে।

রাজ্যে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতির জেরে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন। এর মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার ৬৯৫ জনই কেরলে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সক্রিয় রোগী রয়েছেন ৬৪ হাজার ৭৯০ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement