গ্রাফিক: শৌভিক দেবনাথ
মঙ্গলবার দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের কাছাকাছি ছিল। বুধবার ফের একটা লাফে তা ৪৯ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৬৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ৭০ শতাংশ রোগীই কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন।
নতুন করে আক্রান্ত যেমন বাড়ছে, তেমনই সারা দেশেই করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে উল্লেখজনক ভাবে। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে, ইতিমধ্যেই ১৪ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠছেন।
সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১৫ হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬১৭ জনের। মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ৩৪টিতেই হানা দিয়েছে করোনা সংক্রমণ। তবে সেখানে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও সারা দেশের মধ্যে বেশি। ইতিমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮১৯ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে করোনা আক্রান্ত ৬ হাজার ২৪৫ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮১ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত ৫ হাজার ১০৪ জন। ৬৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটেও কো-মর্বিডিটির উল্লেখ।
আরও পড়ুন: মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সাইটে হঠাৎ কো-মর্বিডিটির উল্লেখ, উঠছে প্রশ্ন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যার নিরিখে তামিলনাড়ু (৪,০৫৮), রাজস্থান (৩,১৫৮), মধ্যপ্রদেশ (৩,০৪৯), উত্তরপ্রদেশ (২,৮৮০), অন্ধ্রপ্রদেশ (১,৭১৭), পঞ্জাব (১,৪৫১), পশ্চিমবঙ্গ (১,৩৪৪) ও তেলঙ্গানা (১,০৯৬)। কেরলে ৫০২ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই ৪৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। সেখানে মৃত্যু হয়েছে ৪ জনের।
আরও পড়ুন: বঙ্গে মৃত্যু-হার সর্বাধিক? নবান্ন মানতে নারাজ
গ্রাফিক: শৌভিক দেবনাথ
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)