ফাইল চিত্র। এপি।
মধ্যপ্রদেশের পর এ বার বেঙ্গালুরু। বেশ কয়েক জনকে কোয়রান্টিনে পাঠাতে গিয়ে আক্রান্ত হলেন স্বাস্থ্যকর্মী এবং পুলিশের একটি দল। রবিবার ঘটনাটি ঘটেছে শহরের পাদারায়ানপুরা এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ এপ্রিল স্ক্রিনিং টেস্ট করাতে গিয়ে মধ্যপ্রদেশের ইনদওরে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, পাদারায়ানপুরা এলাকায় তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের সংস্পর্শে এসেছিলেন এমন ৫৮ জনকে কোয়রান্টিনে পাঠানোর জন্য স্বাস্থ্যকর্মীদের একটি দল রবিবার সন্ধ্যায় সেখানে যান। তাঁদের সঙ্গে পুলিশের একটি দলও ছিল।
অভিযোগ, এলাকায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই শ’দুয়েক লোক তাঁদের ঘিরে হামলা চালান। শুধু তাই নয়, তাঁদের সেখান থেকে ফিরে যেতেও বাধ্য করা হয়। ফলে যাঁদের কোয়রান্টিনে পাঠানোর কথা ছিল, সেই পরিকল্পনাও ভেস্তে যায়।
আরও পড়ুন: কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ৭ জেলার পরিস্থিতি গুরুতর, টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
আরও পড়ুন: দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ১৫৫৩, সংক্রমিত ১৭,২৬৫
যদিও পুলিশ স্বাস্থ্যকর্মীদের উপর হামলার কথা অস্বীকার করেছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক বি রমেশ বলেন, “কারও উপর হামলা চালানো হয়নি। তবে কিছু সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে রিপোর্ট পেয়েছি।” মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা টুইটে জানান, গোটা বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের কথা হয়েছে। আশাকর্মী এবং অন্য আধিকারিকদের সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি দেখতে বলেছি তাঁকে। এর পরই ইয়েদুরাপ্পা হুঁশিয়ারি দেন, করোনার মোকাবিলা যাঁরা করছেন তাঁদের উপর কোনও রকম হামলা বরদাস্ত করা হবে না।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)