Tripura

অতিমারিতে বিয়েবাড়ি! হানা দিয়ে বন্ধ করলেন জেলাশাসক, আটক হলেন নিমন্ত্রিতরাও

নিমন্ত্রিত অতিথি থেকে শুরু করে বর-কনে সকলকেই রীতিমতো ধমক দিয়ে বার করে দেন তিনি এবং সকলকেই আটক করার নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

আগরতলা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৭:১৪
Share:

বিয়েবাড়িতে অভিযান চালাচ্ছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অতিমারি পরিস্থিতিতে আইন অমান্য করে অনুষ্ঠান উপলক্ষে ভাড়া দেওয়া এবং জনসমাগমের দায়ে আগামী এক বছরের জন্য বন্ধ করা হল পশ্চিম ত্রিপুরার ২টি ভবন। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই ২টি ভবন বন্ধ করার নির্দেশ দেন জেলাশাসক।

Advertisement

পশ্চিম ত্রিপুরার ওই জেলাশাসকের নাম শৈলেশ যাদব। তিনি খবর পান, ওই রাতে এই অতিমারি পরিস্থিতির মধ্যেও মাণিক্য কোর্ট এবং গোলাপবাগান নামে ২টি ভবনে বড় মাপের বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে। প্রচুর জনসমাগমও হয়েছে সেখানে।

সূত্রের খবর, ওই রাতেই জেলাশাসক পুলিশ নিয়ে হানা দেন ওই ২ জায়গাতেই। বিয়েবাড়িতে হাজির নিমন্ত্রিত অতিথি থেকে শুরু করে বর-কনে সকলকেই রীতিমতো ধমক দিয়ে বার করে দেন তিনি এবং সকলকেই আটক করার নির্দেশ দেন। এ নিয়ে তাঁর সঙ্গে কেউ তর্ক করতে এলে কোভিডের নিয়মবিধি ভাঙার জন্য তাঁকে গ্রেফতারের নির্দেশও দেন। এমনকি ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

এ ভাবেই হানা দিয়ে বিয়ে বন্ধ করলেন তিনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement